ঝিনাইদহে মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রকল্পের ইউনিয়ন কনসালটেটিভ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রকল্পের ইউনিয়ন কনসালটেটিভ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র অর্থায়নে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) সদর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট সদর উপজেলা সমন্বয়কারী আলইনশিরাহ হেভেন, ইউনিয়ন ফ্যাসিলিটেটর নিলুফার ইয়াসমিন, সিএনপি নাজমা খাতুন, তানিয়া খাতুন, শারমিন আক্তার, কেয়ার বাংলাদেশের টিওএইচএসএস আব্দুর রহমানসহ ইউপি সদস্য, পরিবার পরিকল্পনা কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এইচআই, এইচআই, সিএইচসিপি, শিক্ষক, ইমামসহ নানা পেশার মানুষ। এসময় মহিলাদের গর্ভকালীন অপুষ্টি, শিশুর যতœসহ পুষ্টি বিষয়ে আলোচনা করা হয় ও প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

No comments

Powered by Blogger.