বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম এ ছেয়ে গেছে ইবি ক্যাম্পাস

তরিকুল ইসলাম ইবিঃ
ভয়ংকর পার্থেনিয়াম নামক উদ্ভিদ এ ছেয়ে গেছে ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের রাস্তার দুইপাশে, মাঠের পাশে, মফিজ লেক সংলগ্ন এলাকায় ও অন্যন্য ফাঁকা স্থানে বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদের ব্যাপক ব্যাপ্তি দেখা যাচ্ছে৷
প্রকৃতির একটি অন্যতম উপাদান হল উদ্ভিদ৷ কোন কোন উদ্ভিদ উপকারী আবার কোন কোন উদ্ভিদ ক্ষতিকর৷ তেমনি একটি ক্ষতিকর ও বিষাক্ত উদ্ভিদ হল পার্থেনিয়াম৷ যার ইংরেজি নাম Perthenium এবং বৈজ্ঞানিক নাম Parthenium Hysterophorus. বিষাক্ত এই পার্থেনিয়াম মানবদেহে মারাত্মক রোগব্যাধি সৃষ্টি করে৷ যেসব এলাকায় পার্থেনিয়ামের বাড়ন্ত উদ্ভিদ রয়েছে, সেসব এলাকার মাানুষ ও 
ফসলের মারাত্মক ক্ষতি করে চলেছে এই পার্থেনিয়াম নামক আগাছা।
পার্থেনিয়াম মেক্সিকোর আদিনিবাসী আগাছা।ধীরে ধীরে সমগ্র বিশ্বে করাল থাবা বসাচ্ছে এই পার্থেনিয়াম।এটি বাতাসের মাধ্যমে পরাগায়নের ফলে ছড়িয়ে দুষন ঘটায় এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ, গবাদিপশু ও অন্যন্য প্রাণির শরীরে প্রবেশ করে। মানুষের শরীরে প্রবেশ করে ব্রঙ্কাইটিস, এলার্জি,চর্মরোগ, হাপানি,টিউমার এমনকি প্রাণঘাতি ক্যান্সার রোগের ও সৃষ্টি করে৷
ক্যাম্পাসবাসীকে এই ক্ষতিকর আগাছার করালগ্রাস থেকে রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অতীব জরুরী৷
এছাড়াও যেসব এলাকায়, গ্রাম-গন্ঞ্জে, রাস্তার পার্শ্বে এই ভয়ঙ্কর পার্থেনিয়ামের দেখা মিলবে, সেখানেই মানুষকে সচেতন করে তুলতে হবে এবং তা দ্রুত বিনষ্ট করার উদ্যোগ নিতে হবে৷

No comments

Powered by Blogger.