শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ঔষদের দোকানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনি। মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ৪ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয় ৫০ হাজার টাকার মেয়াদউত্তীর্ণ ঔষধ। বুধবার বিকালে শৈলকুপা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতে জেলা ঔষধ তত্বাবধায়ক নাজমুল হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় শৈলকুপাতেও এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ২ জুলাইয়ের পর থেকে উপজেলার প্রতিটা ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হবে। এদিকে, বুধবার এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খন্দকার ফার্মেসীকে ৫,০০০ টাকা, জাকির মেডিফোকে ৩,০০০ টাকা, মেসার্স এস এম ফার্মেসীকে ২,০০০ টাকা ও মাশরাফ ফার্মেসীকে ২,০০০ টাকা করে সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

No comments

Powered by Blogger.