ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার:
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছে কালীগঞ্জ পৌরসভা। বুধবার সকালে মধুগঞ্জ বাজার থেকে শুরু করে কালীবাড়ী মোড় হয়ে মুরগীহাটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযানের আগের রাতে অনেকে তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়।
কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ উচ্ছেদ অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাজারের মধ্যে দিয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মাদ্রাসা, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙ্গা ভুষণ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও হাসপাতালের রোগীসহ সাধারণ জনগণ চলাচল করে। কিন্তু অবৈধ স্থাপনার জন্য সেখানে যানজট লেগেই থাকে। এছাড়া প্রতি শুক্রবার ও সোমবার হাটবারের হওয়ায়ে এখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বড় গাড়ি ঢুকলে তো ঘণ্টা পর ঘণ্টা যানজট লেগেই থাকে।
তিনি আরও জানান,    উচ্ছেদ অভিযানের দুই মাস আগে শহরে মাইকিং করা হয়েছে। যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদেরগুলোই ভেঙে দিয়েছে পৌরসভা।

No comments

Powered by Blogger.