ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, পদ্মা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সুপ্র’র সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানীর বিরুদ্ধে মামলা ও বাজেটে কর সুবিধা বাতিল করার দাবি জানান।

No comments

Powered by Blogger.