মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ছাড়া ভালো শিক্ষা আসা করা যায় না-এমপি আনার

এম শাহজাহান আলী সাজু ॥
শিক্ষার মান উন্নয়নসহ অধিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কালীগঞ্জকে আগামী দুই বছরের মধ্যে আধুনিক করে গড়ে তোলা হবে। মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ছাড়া ভালো শিক্ষা আসা করা যায় না। নিজের জমির উপর নিজস্ব সম্পত্তি হিসেবে আজ এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। শহরের প্রাণ কেন্দ্রে হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠান আগামীতে আধুনিক শিক্ষা সেবা দিয়ে কালীগঞ্জবাসীকে একটি মডেল শিক্ষা উপহার দিবে।
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানান্তরিত এম ইউ কলেজিয়েট স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথি (ঝিনাইদহ-৪) এর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার উপরোক্ত কথা বলেন। শনিবার সকালে কলেজ মোড় ডাক বাংলোর পেছনে স্থানান্তরিত এম ইউ কলেজিয়েট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান মন্টু। প্রভাত ব্যনার্জি সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনিরুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন মফিজুর রহমান মন্টু, বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম, অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল, সাবেক মেয়র ও জমিদাতা আলহাজ¦ মাহাবুবার রহমান ও আমন্ত্রিত অতিথি তবিবুর রহমান লাবু। ২০০২ সালে মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ ক্যাম্পাস এলাকায় এম ইউ কলেজিয়েট স্কুলের পথচলা শুরু হয়।

No comments

Powered by Blogger.