কালীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

স্টাফ রিপোর্টার :
‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে । এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইচ-চেয়ারম্যান শিবলী নোমানী, সিনিয়র মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা, প্রাণীসম্পদ কর্মকর্তা এএসএম অতিকুজ্জামান, কৃষিকর্মকর্তা জাহিদুল করিম, ফায়ারসার্ভিস ও ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ প্রমূখ। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মাকর্তাবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য খামারীবৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা।



No comments

Powered by Blogger.