ঝিনাইদহে ছেলেধরা গুজব ও অপপ্রচার রোধে জনসচেতনতা মুলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ছেলেধরা গুজব বা অপপ্রচার রোধে ঝিনাইদহে জনসচেতনতা মুলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার খাজুরা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভার আয়োজন করে সিও নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুল ইসলাম, খাজুরা নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি তোবারক হোসেন টোনা জোয়ার্দ্দার, সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, পরিচালক (ঋণ) ওহিদুর রহমান, সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম, সহকারী পরিচালক (রিসার্স এন্ড অডিট) সরোজ কুমার দাস, আইন উপদেষ্টা এ্যাড. কামরুল আবেদিন শাহীন, প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শীলা, প্রধান হিসাব রক্ষক বদরুল আমিনসহ অন্যান্যরা। বক্তারা, ছেলেধরা গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.