স্ব-উদ্যগে ড্রেন পরিস্কার করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি-
ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশ সরকার ব্যাপক কর্মসূচী শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহে শহরের বিভিন্ন ড্রেন থেকে ময়লা আবর্জনা পরিস্কার কর্মসূচী শুরু হয়েছে।পৌরসভার সহযোগীতায় ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর দিকনির্দেশনায় শহরে ডেঙ্গু মোকাবেলায় ড্রেন সহ ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে।
হঠাৎ ভারী বৃষ্টিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে, পাড়া-মহল্লায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে ঝিনাইদহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে রাস্তায় নেমে পড়েন স্বয়ং ঝিনাইদহের জেলা প্রশাসক। তাৎক্ষনিক ভাবে শুরু করা হল ড্রেন পরিস্কারের কাজ । যদিও ছিল শুক্রবার তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত নিজে দাড়িয়ে থেকে শহরের বিভিন্ন স্থানের ড্রেন ও জলাবদ্ধতা নিরসন করেন।
এসময় ঝিনাইদহ পৌরসভার সচিব মুস্তাক আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এমন কর্মকান্ডকে ঝিনাইদহ শহরের মানুষ দেখে হতবাক হয়ে যান। তারা জেলা প্রশাসকের ভূঁয়সী প্রশংসা করেন।
তবে এমন উদ্যগ যেন চলমান থাকে সে ব্যাপারেও সাধারণ মানুষ তাকে অবহিত করে।

No comments

Powered by Blogger.