ঝিনাইদহে মাদকমুক্ত সমাজ ও বিষমুক্ত শাক-সবজি বিষয়ক সেমিনার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ডিজিটাল স্কুলে মাদকমুক্ত সমাজ ও বিষমুক্ত শাক-সবজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুধসর ডিজিটাল স্কুল এর সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে ও বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণলয়ের উপসচিব মঞ্জরুল হাফিজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু। এছাড়াও অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, মাদকমুক্ত সমাজ গড়তে ও বিষমুক্ত সবজি উৎপাদন করতে সকলকেই এক সাথে কাজ করার আহবান জানান।

No comments

Powered by Blogger.