ঝিনাইদহে ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানো ও গণপিটুনি প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানো, নির্ভয়ে স্কুল কলেজে আসা যাওয়া করা ও গণপিটুনি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে এ আয়োজন করে জেলা পুলিশ। এতে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), সদর থানার ওসি মিজানুর রহমান খান, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নির্ভয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় আসা যাওয়া করার আহবান জানান। পাশাপশি গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে পুলিশে খবর দিন। কেউ আইন হাতে তুলে নিবেন না। সেসময় তিনি সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং গুজব প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সকলকে আশ^স্ত করেন।

No comments

Powered by Blogger.