ইতিহাস সংরক্ষণে মুক্তিযোদ্ধাদের বক্তব্য রেকর্ড করা হবে– ঝিনাইদহে মুক্তিযুদ্ধা বিয়ক মন্ত্র্রী

ঝিনাইদহ প্রতিনিধি-
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে তা সংরক্ষণ করা হবে।
বৃহস্পতিবার  সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে ‘১৯৭১ ঝিনাইদহে মুক্তিযুদ্ধ’ ও ‘ঝিনেদার কথা’ নামে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের কথা যেমন লেখা থাকবে, তেমনি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কথাও লেখা থাকবে। যেন ভবিষ্যত প্রজন্ম বিচার করতে পারে- কে ভালো কাজ করেছে, আর কে খারাপ কাজ।
অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত ঝিনাইদহ আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ জেলা প্রশাসন সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে দুপুরে শৈলকুপায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

No comments

Powered by Blogger.