ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
খরিপ-২/২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে মাশ কলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব।
সেসময় সদর উপজেলার ২শত ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার কৃষক ও জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.