ঝিনাইদহে জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট’র আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে ডিস এ্যাবিলিটি ইন কুইজিশন এ্যাক্টিভিটিজ (দিয়া) এর আয়োজনে জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ অনুষ্ঠানে (দিয়ার) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, জেলা পরিষদের সদস্য অলিম্পিক হোসেন মিয়া, মহারাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ডাঃ আলাউদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুজন হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইউপি সদস্য জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান অকমুল। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গনভোজের আয়োজন করা হয়।
No comments