ঝিনাইদহে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে দু’দিন ব্যাপী ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাটকের প্রদর্শণ করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকির গ্রন্থনা ও পরিকল্পনায় অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের প্রযোজনায় এ নাটক পরিবেশিত হয়। বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন ভিত্তিক ঐতিহাসিক নাট্যাখ্যান ‘মুজিব মানেই মুক্তি’ আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ, বঞ্চনা, দ্রোহ ও মুজিব স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মুল উপপাদ্য। নাটকে অংকুর নাট্য একাডেমির ৩০ জন নাট্যকর্মী অংশ নেয়। মন্ত্রমুগ্ধের মতো এ নাটক উপভোগ করেন আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অতিথিরা।

No comments

Powered by Blogger.