ইবিতে জাতিসংঘে শিশু অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) ‘ইসলাম ও জাতিসংঘ শিশু অধিকার কনভেনশনে শিশু অধিকার’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় থিওলজী এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাকক্ষে আল-হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজী এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসাইন। এছাড়া বিশেষ অতিথি বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আলোচক অধ্যাপক ড. জাকির হোসাইন ও অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারের বিশেষ অতিথির তত্ত্বাবধায়নে গবেষণাপত্র উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মামুন।
সেমিনারের গবেষক ইসলামে শিশু অধিকার ও জাতিসংঘের শিশু কনভেনশনে শিশু অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।






No comments

Powered by Blogger.