ইবির অধিনে ফাযিল স্নাতক ফল প্রকাশ

বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) অধীনে ২০১৯ এ অনুষ্ঠিত ফাযিল স্নাতক (সম্মান) অনিয়মিত ও নিয়মিত ফল প্রকাশিত হয়েছ। এবছর মোট পাশের হার ৯৭.১৮ শতাংশ। বুধবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বিশ্বদ্যালয়ের প্রো-ভিসি প্রফোসর ড. শাহিনুর রহমানর ভিসি ড. আসকারীর নিকট এ ফল হস্তান্তর করেন।
ফলাফল হস্তান্তরকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চদ্র বর্ম্মনসহ পরীক্ষার ফল প্রকাশ সংশ্লিষ্ট অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত এপ্রিল-২০১৯ এ ফাযিল স্নাতক (সম্মান) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭, ৩য় বর্ষ পরীক্ষা ২০১৬ ও ২০১৭, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি বর্ষ মিলে মোট ২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পাশ করেন। মোট পাশের হার ৯৭.১৮ শতাংশ। পরীক্ষায় ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭ তে ৮২.০৫ শতাংশ, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ তে ৯৯.০৭ শতাংশ, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ তে ৯৯.০৮ শতাংশ, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ তে ৯৮.৫৭ শতাংশ এবং ৩৮.৩০ শতাংশ পাশ করেছে।
ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।

No comments

Powered by Blogger.