ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিব গ্রেফতার

বিপ্লব খন্দকার, ইবি:-
ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ। আটকের আগে তিনি কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছেন বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ২ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১)(ক)/৩১(১)/৩৫ ধারা অনুযায়ী ইবি শাখা সাধারণ সম্পাদক রাকিব ও সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জোবায়েরে হোসেনসহ ৭/৮ জন অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীকে আসামি করে মামলা করেন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, চেতনায় মুক্তিযুদ্ধ, বিজয় বাংলা একাত্তর নামের তিনটি ফেইসবুক আইডিতে রাকিব ও জোবায়েরে হোসেন কথোপকথন শুনতে পান তিনি। তারা হালিমের নামে এবং কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ’র এপিএস আমজাদ হোসেন রাজুর নামে বিভিন্ন তথ্য উপস্থাপন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। যার ফলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়। এছাড়া অজ্ঞাত ফেসইবুক ব্যবহাকারি ৭/৮ জন উক্ত অডিও কথপোকথন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে সহায়তা করেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কুষ্টিয়া মডেল থানা ও ইবি থানার যৌথ অভিযানে রাকিবকে কুষ্টিয়া শহর থেকে আটক করা হয়েছে। এখন তিনি কুষ্টিয়া মডেল থানায় আছেন। তাকে কোর্টে চালান করা হবে।’
এদিকে আটকের আগে রাকিব কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেন বলে থানা সূত্রে জানা যায়। এতে তিনি উল্লেখ করেন, গত ০৮ নভেম্বর বিকেল ৫ টা ২১ মিনিটে ০০৯১১১৪১৩২৩০৩৭ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে হত্যা এবং গুম করার হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয় তাকে।

No comments

Powered by Blogger.