কালীগঞ্জে মাটি পরীক্ষা বিষয়ক প্রি-ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে মাটি পরীক্ষা বিষয়ক প্রি-ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট এর উদ্ধতনবৈঞ্জানিক কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউনন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান আলী সাজু, রনি বিশ্বাস প্রমূখ। জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন এলাকার দেড় শতাধিক কৃষক কর্মসূচিতে অংশগ্রহন করেন।

No comments

Powered by Blogger.