ঝিনাইদহে মন্দির থেকে ৯৩ কেজি ওজনের কোষ্টি পাথর চুরি!

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের শৈলকুপায় মন্দির থেকে ৯৩ কেজি ওজনের শিবের প্রতিমূর্তীর পাথর চুরির ঘটনা ঘটেছে। মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের কালী মন্দিরে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। মন্দিরে রাখা এ পাথরটি ঘিরে যুগ যুগ ধরে কালীপূঁজাসহ প্রতিদিন পূঁজা অর্চনা করে আসছে বিজুলিয়া এলাকার হিন্দু সম্প্রদায়।
পুঁজারীরা জানিয়েছেন, আনুমানিক ৯৩ কেজি ওজনের এ পাথরটি চোরাকারবারীরা কোষ্টি পাথর মনে করে চুরি করে থাকতে পারে। মন্দির কমিটির সদস্যরাও এমনটি ধারনা করছেন।
বিজুলিয়া গ্রামের স্বরজিত বিশ^াস, দূর্জয় মৌলিক ও লিটন কুমার বিশ^াস বলেন, বাপ দাদার আমল থেকে তারা এ পাথরটি ঘিরে প্রতিদিন পূঁজা অর্চনা করে আসছেন। হঠাৎ সকালে উঠে দেখেন মন্দিরের শিব ঠাকুরের প্রতিকী এ পাথরটি সেখানে নেই। প্রতিদিন গোসলের পর মা বোনেরা দুধ, ফুল, বেলপাতা আরো অন্যান্য পূঁজার সামগ্রী এ পাথরে রেখে তারা পূজা করে থাকে। বৃহস্পতিবার সন্ধায় তারা এ পাথরটি দেখেছেন অথচ শুক্রবার সকালে আর দেখা যায়নি।
বিজুলিয়া কালী মন্দিরের সাধারন সম্পাদক লক্ষীকান্ত গড়াই বলেন, ব্রিটিশ আমল থেকে তাদের দাদা, বাবারা এ পাথরটি ঘিরে পূঁজা অর্চনা করে আসছেন। তার ধারনা মূল্যবান ভেবে পাথর চোরাকারবারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, মন্দিরের পাথর চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে।

No comments

Powered by Blogger.