ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সকালে পৌনে ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সকাল ৭ টায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগসহ সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এছাড়াও জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় এই দিবস।

No comments

Powered by Blogger.