কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

স্টাফ রিপোর্টার – ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।সকাল সাড়ে ছয় টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগসহ সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
এছাড়া সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়ে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় এই দিবস। সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম আনার,কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জহাঙ্গীর সিদ্দীক ঠাণ্ডু,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ,জেলা পরিষদ সদস্য জহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ।

No comments

Powered by Blogger.