কালীগঞ্জে পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ করে লিপলেট বিতরণ

স্টাফ রিপোর্টর-
মুজিব বর্ষকে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পৌরবাসীর প্রতি বিশেষ অনুরোধ করে লিপলেট বিতরণ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। বিশেষ অনুরোধ গুলির মধ্যে প্রকাশ্যে ধূমপান হতে বিরত থাকা, আঠারো বছরের নীচে কারো নিকট বিড়ি সিগারেট বিক্রয় না করার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ করা, ব্যবসা প্রতিষ্টান ও অফিস আদালতসহ নিজ তত্বাবধানে পরিস্কার পরিচ্ঠছন্ন করে ময়লা আবর্জনা ্একটি নির্র্দিষ্ট স্থানে রাখা এবং পৌর পরিচ্ছন্ন কর্মীর নিকট হস্থান্তর করা, অব্যবহৃত কাগজ ও জিনিসপত্র যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, নতুন প্রজন্মকে উন্নত-পরিচ্ছন্ন বাংলাদেশের চেতনায় উদ্বুদ্ধ ও তাদের মধ্যে জীবনব্যাপী পরিচ্ছন্নতা বোধ ও অভ্যস্ততা গড়ে তোলা। মঙ্গলবার সকালে পৌরসভার নিমতলা এলাকার বিভিন্ন দোকানে বিশেষ অনুরোধ করে লিপলেট বিলি ও ধুমপান বিরোধী প্লেকাট ঝুলিয়ে দেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে “আমার গ্রাম-আমার শহর” বাস্তবায়নে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” এই ধারণাকে পৌরসভা ব্যাপী ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে কার্যক্রম পরিচালনা করেন পৌর কতৃপক্ষ। এসময় পৌরসভার স্যানেটারী ইনেস্পেক্টর আলোমগীর হোসেন, দোয়েল মুক্ত ইস্কাউটের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক পল্লব মৈত্রী প্রমূখ।

No comments

Powered by Blogger.