ঝিনাইদহে দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধন উপলক্ষে “সাত ফাঁকে বাধা’ নাটক মঞ্চায়িত

ঝিনাইদহ প্রতিনিধি-
‘এসো মিলে ধরি হাত, এসো থাকি একসাথ’ এ শ্লোগানকে সামনে রেখে দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে নাটক “সাত ফাঁকে বাধা’। দুই বাংলার মেল বন্ধনের উদ্যোক্তা অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এই নাট্য অনুষ্ঠানের আয়োজন করেন।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক পরিবেশন করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার ‘থিয়েটার শাহীন’।
জোতিষমান চট্টোপাধ্যায় রচিত ও শুভজিৎ বন্ধ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘অবিবাহিত দুই ভাইয়ের প্রেমপর্ব ও ভুল বুঝাবুঝি’ নিয়ে রচিত এই হাসির নাটকটি পরিবেশন করেন ‘থিয়েটার শাহীন’ ১৩ জন শিল্পী। নাটক পরিবশনের সময় মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধনে এ ধরনের আয়োজন আরও করার পরামর্শ দেন তারা।

No comments

Powered by Blogger.