কালীগঞ্জে ৫ মামলার পলাতক আসামি জীবননগর থেকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৩টি সাজাপ্রাপ্তসহ মোট ৫টি মামলার পলাতক আসামি দেবব্রত সেন (৩৫) কে গ্রেপ্তার করেছে। শনিবার ভোর রাতে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করেন। সে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের স্বপন সেনের ছেলে।
ওসি মাহফুজুর রহমান জানান, দেবব্রত সেনের বিরুদ্ধে ৩টি সাজাসহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে জীবননগর থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments