ভুমিকম্প ও অগ্নিনিবারক বিষয়ে প্রশিক্ষণ
এস এম টিপু, কোটচাঁদপুর থেকেঃ আজ শনিবার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপু, ঝিনাইদহে অ্যালায়েন্স প্রাথমিক ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণে ভুমিকম্প-অগ্নি প্রতিরক্ষা, ভুমিকম্প- অগ্নি প্রতিরোধ এবং জরুরি ভবনত্যাগ বিষয়ক মৌলিক জ্ঞান এবং সচেতনতা অর্জনে শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান ও মহড়া অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণ প্রদান করে কোটচাঁদপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন। এই প্রশিক্ষণে ভুমিকম্প-অগ্নি-নির্বাপনের ওপর গুরুত্বারোপ ও জীবনের সুরক্ষার প্রতি গুরুত্ব আরোপকরা হয়। । এছাড়াও ভুমিকম্প- অগ্নিকান্ড বিষয়ক উত্তম অনুশীলনসমূহ, শিক্ষার্থী এবং শিক্ষকদের সুনির্দিষ্ট ভূমিকা বিষয়ক অংশগ্রহনমূলক প্রশিক্ষণ ও অন্যের সাথে যোগাযোগ মাধ্যমের ব্যবহার শেখানো হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক (কোটচাঁদপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, অফিসার) , ফায়ার ম্যান, মোঃ জাহিদ হাসান, মোঃ আব্দুস সালাম, মোঃ আয়ুব হোসেন। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসকিল রহমান (সহকারী প্রধান শিক্ষক), জনাব মোঃ আব্দুল আজিজ (সহকারী শিক্ষক,ইংরেজি), জনাব মোঃ হামিদুল ইসলাম (সহকারী শিক্ষক, শরীর চর্চা), জনাবা, শেফালী রানী রাহা (সহকারী শিক্ষক, সমাজ বিজ্ঞান), জনাব তাপস কুমার সেন ( সহকারী শিক্ষক, আইসিটি ), জনাবা মোছাঃ রোকসানা শিরিন (সহকারী শিক্ষক, লাইব্রেরিয়ান ), জনাব এস এম টিপু (সহকারী শিক্ষক, বিজ্ঞান) ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বৃন্দ।
ReplyForward
|
No comments