কালীগঞ্জে আগুনে পুড়ে দু’টি দোকান ভস্মিভুত॥ ৪০ হাজার টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে দু’টি দোকান ভস্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়শিমলা বাজারে। ওই সময় সিরাজুল ইসলাম ওরফে সিরু একটি চায়ের দোকান ও মসলেম উদ্দীনের একটি বাইসাইকেল মেরামতের দোকান পুড়ে  যায়। এসময় চায়ের দোকানে থাকা একটি টেলিভিশন ও ফ্যানসহ দোকানে থাকা মালামাল পুড়ে  যাই। এতে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানায়। এছাড়া বাইসাইকেল মেরামতের দোকানে থাকা দুটি পুরাতন বাইসাইকেল ও টায়ারসহ মেরামতের বিভিন্ন জিনিস পুড়ে  যায়। এতে তার ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানায়।
মেরামতের দোকান মালিক মসলেম উদ্দীন জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে কাজ শেষে দোকান বন্দ করে বাড়ি যাই। গভীর রাতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর সময় আমি জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। সত্রুতা মূলক ভাবে কে বা কাহারা আমাদের দোকানে আগুন লাগায়ে দিয়াছে বলে জানান তিনি।
তবে এবিষয়ে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, রাত ২টার দিকে বড় শিমলা থেকে দোকানে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। বিদ্যুতের সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.