ইবি অধ্যাপক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

তরিকুল ইসলাম, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সিনিয়র অধ্যাপক ও ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. মনিরুজ্জামানের নেতৃত্বে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের অভ্যন্তরীণ প্রাঙ্গন পরিষ্কার করা হয়েছে ৷
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে এই কর্মসূচি পালাত হয়েছে ৷ এতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ৷ তারা সকলে একত্রে ভবনের অভ্যন্তরীণ গ্রাউন্ডে গজিয়ে ওঠা আগাছা ও পরিত্যক্ত দ্রব্যাদি পরিষ্কার করেন ৷
এ বিষয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী বলেন, 'বিষয়টি আমাদের নজরে ছিল ৷' তবে যথা সময়ে কর্তৃপক্ষ এটি পরিষ্কার করতে পারেনি ৷ অধ্যাপক মনিরুজ্জামানের নেতৃত্বে কাজটি হওয়া আমাদের জন্য খুবই খুশির বিষয় ৷ অধ্যাপক মনিরুজ্জামান বলেন, 'জায়গাটি পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছি, কিন্তু তারা সময়ক্ষেপন করায় আমার বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে পরিষ্কার করে দিয়েছি ৷'
উল্লেখ্য, অধ্যাপক মনিরুজ্জামান নিয়মিত শ্রেণীকক্ষ ও বিভাগ পরিচ্ছতা অভিযান পরিচালনা করে থাকেন ৷ আজ পরিচ্ছন্নতা কর্মসূচির পর তিনি সবার জন্য নাস্তার ব্যবস্থাও করেন ৷

No comments

Powered by Blogger.