ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন


ঝিনাইদহ প্রতিনিধি-
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন মুফাসসির ড. মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারী।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, সুস্থ ও সুন্দর জাতি গঠনে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামী আগামী ১৮মার্চ থেকে ২৪ মার্চ স্কুল পর্যায়ে এবং ২৮মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান করা হবে। এ কার্যক্রমে দেশের সকল শিশু যাদের বয়স ৯ মাস থেকে ৯বছর ১১মাস ২৯দিন হবে তাদের সকলে যেন এ টিকা নিতে পারে সে লক্ষ্যে সকল মসজিদের ইমাম সাহেবগণ জুম্মার প্রাক-খুতবায় এবং নামাজের পরে এলাকার জনসাধারণকে অবহিত করবেন। এছাড়া শিক্ষকসহ সকলে একযোগে প্রচার প্রচারণা চালাতে হবে যাতে করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ থেকে একটি শিশুও বাদ না পড়ে। এ বিষয়ে সদর হাসপাতালের ডাঃ শুভ ভিডিও প্রদর্শনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।

No comments

Powered by Blogger.