ঝিনাইদহে সড়কে মাটি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ইট ভাটা মালিকের জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সড়কে মাটি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ইট ভাটা মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার ভ’মি খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, সড়কে মাটি রেখে জনগণের ভোগান্তি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে গিলাবাড়িয়া এলাকার কিংশুক ভাটা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও বৃষ্টির সময় প্রত্যেক ভাটা মালিককে সড়কের পাশে মাটি পরিবহন না করা এবং সড়কের উপর মাটি সরিয়ে নেওয়াসহ রাস্তায় বৃষ্টিতে জমে থাকা কাঁদা ১ ঘন্টার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

No comments

Powered by Blogger.