ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

বিপ্লব খন্দকার, ইবি:-
আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ইসলমী বিশ^বিদ্যালয়ে (ইবি) গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘ম্যাথ ইজ এভরিহোয়্যার’ প্রতিপাদ্য নিয়ে শনিবার ক্যাম্পাসে এ র‌্যালি করেন তারা।
বিভাগীয় সূত্রে জানা যায়, দিবসটি পালন উপলক্ষে বেলা সাড়ে ১২টায় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়। বিভাগের সভাপতির দায়িত্বে থাকা ড. আনিছুর রহমান র‌্যালির নেতৃত্বে দেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই জায়গায় এসে শেষ হয়। এসময় বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক আছাদুজ্জামান, ড. নূরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ড. আনিছুর রহমান জানান, প্রতিবছর এই দিনে আন্তর্জাতিক ‘পাই’ দিবস পালিত হলেও এ বছর থেকে ইউনেস্কো দিবসটিকে গণিত দিবস ঘোষণা করেছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা সহ আরোও কর্মসূচী পালন করার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমনের কথা চিন্তা করে বাকি কর্মসূচী স্থগিত করা হয়েছে।’

No comments

Powered by Blogger.