ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে যাকাতের অর্থ প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে যাকাতের অর্থ প্রদাণ করা হয়েছে। সোমবার বিকেলে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে জেলার ৬ টি উপজেলায় ২ লাখ ৬৮ হাজার টাকা প্রদাণ করা হয়।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু বকর ছিদ্দীক। এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল অসহায়, এতিম ও দৃঃস্থ ব্যক্তিদেরকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সকল স্তরের কর্মকর্তাসহ সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমাদেরকে আতঙ্কিত না হয়ে বরং সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে বের না হওয়া এবং জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন। পরিশেষে ভয়াবহ এই করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.