কালীগঞ্জে আধিপত্ত্য বিস্তার নিয়ে সংর্ঘষ আহত ৬

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গুরুপের সংঘর্ষে আহত নারীসহ অন্তত ৬ জন।বৃস্পতিবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন, আসাদ হোসেন ,জাকির হোসেন ,হোসেন আলী ,হাসান আলী ,বেলী খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ইদু ও রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবেশ আলীর মধ্যে র্দীঘদিন আধিপত্ত্য নিয়ে বিরোধ চলে আসছিলো । এর জের ধরে ইদ্রিস আলীর ছেলে হোসেন আলী ও এক কর্মচারী ডিশের ব্যাবসার পাওনা টাকা চাইতে রঘুনাথপুর গ্রামের সংস্তা জামে মসজিদের কাছে গেলে তাদের উপর হামলা করে দরবেশ আলীর লোকজন। এঘটনা জানাজানি হলে ইদ্রিস আলীর আরো দুই ছেলে সেখানে গেলে সংর্ঘষ বেধে যায়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে ৪জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা:মাহাফুজুর রহমান জানান,সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.