ঝিনাইদহে সপ্তসংঘ যুব পরিবারের স্বাস্থ্য উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
"মনোবল দৃঢ় রাখি, করোনা ভাইরাস মোকাবেলা করি" এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সপ্তসংঘ যুব পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় লিফেলট, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সপ্তসংঘ যুব পরিবার কার্যালয়ে সপ্তসংঘ যুব পরিবারের সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান। উপস্থিত ছিলেন সপ্তসংঘ যুব পরিবারের সাধারণ সম্পাদক শান্তা আহম্মেদ সুমি, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও অন্যান্য সদস্য মারুফ, মিথুন, সোহেল, হাসিব, তামান্না, বৃষ্টি, মনজয়, সোহাগ প্রমুখ। এ সময় বক্তারা এমন ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় সপ্তসংঘ যুব পরিবারকে ধন্যবাদ জানায় এবং সপ্তসংঘ যুব পরিবার আগামীদিনে মানবতার সেবায় কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও করোনা মোকাবেলায় দৃঢ় মনোবল রাখার পাশাপাশি সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.