চোরাই গরু উদ্ধার করতে গিয়ে উদ্ধার করলো মাদক কালীগঞ্জে ৬৫ ফেনসিডিলসহ অনার্স পড়–য়া ছাত্র আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি॥
চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ তৈমুর রহমান (২২) নামে এক অনার্স পড়–য়া ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক তৈমুর রহমান চৌগাছা উপজেলার দিঘরী গ্রামের মইনুদ্দিন আহমেদের ছেলে। সে যশোর সরকারি এম.এম কলেজের রাষ্ট্রবিভাগ বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানার এস.আই জাকারিয়া মাসুদ জানান, পৌরসভার কাশিপুর মডার্ণ কটন মিলের সামনে একটি চোরাই গরু রাস্তার পাশে^ পড়ে আছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে চোরাই গরুটি উদ্ধার করা হয়। সে সময় চৌগাছা রাজাপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসা একটি মোটরসাইকেলে মাদক বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর কটন মিলের সামনে চেক পোষ্ট বসাই এবং একটি মোটরসাইকেল গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেলের পেছন থেকে একজন দৌড়ায়ে পালায়ে গেলেও চালক তৈমুর রহমানকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাসি করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।













No comments

Powered by Blogger.