কালীগঞ্জে ৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তালেশ্বর বাজার হইতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী, যশোর জেলার চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের করিম বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস ও মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে রিপন আলী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা; মাহফুজুর রহমান মিয়া জানান, মহেশপুর উপজেলা থেকে ইজিবাইকে ফেন্সিডিলের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তালেশ্বার বাজারে কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া মাছুদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী পালায়ে গেলেও আরো তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এবিষয়ে মাদক আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
No comments