ঝিনাইদহে ওয়েভ ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি-
ওয়েভ ফাউন্ডেশন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে প্রাপ্ত সংস্থার বুনিয়াদ ঋণ কর্মসুচির উপকারভোগীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক ও মহামারী করোনায় স্বাস্থ্য সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওয়েভ ফাউন্ডেশনের ঝিনাইদহ রিজিওন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় । তারা প্রত্যেকেই ২০১৯ সালে জিপিএ ৪.০০- ৫.০০ নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। সভায় আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন পানি ও স্যানিটেশন বিষয়ক এ্যাকসেস প্রকল্পের কর্মকর্তা শাহেদ জামাল, এরিয়া সমন্বয়কারী মোঃ শেখ সাদী, মোঃ মহিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, অঞ্চলিক এ্যাডমিন অফিসার মোঃ শাহীনুর রহমান এবং ইউনিট ম্যানেজার মোঃ পলাশ উদ্দীন । প্রধান অতিথি বলেন, জীবনে সফল হতে গেলে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। তিনি নেপোলিয়নের উদ্বৃত্তি দিয়ে বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব । তিনি বলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে যতই বাধা-বিপত্তি, অভাব-অভিযোগে আসুক না কেন, নিজ লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। তিনি এই মহামারী করোনায় সকলকে স্বাস্থ্যসম্মত উপকরণ পরিধানসহ সচেতন ভাবে চলাফেরা করতে পরামর্শ দেন । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন ঝিনাইদহ রিজিওন এর আঞ্চলিক সমন্বয়কারী আল-মামুন । তিনি তার বক্তিতায় বলেন শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রী নয়, মানবিক গুণাবলীর বিকাশ এবং সু-নাগরিক হয়ে জাতি গঠনে অবদান রাখতে হবে এবং করোনা কালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে ।











No comments

Powered by Blogger.