ঝিনাইদহের হরিশংকরপুর গ্রামে জোড়া খুনের পর বিভিন্ন সময় খোয়া যাওয়া গরু-ছাগল উদ্ধার করেছে পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিশংকরপুর গ্রামে জোড়া খুনের পর বিভিন্ন সময় খোয়া যাওয়া গরু-ছাগল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সম্প্রতি অতর্কিত হামলায় ফরিদের দুই সমর্থক আলাপ শেখ ও নুর ইসলাম নিহত হয়। এ ঘটনার পর ওই গ্রাম থেকে বেশ কিছু গরু ছাগল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসনুজ্জামান
ঝিনাইদহের হরিশংকরপুর গ্রামে জোড়া খুনের পর বিভিন্ন সময় খোয়া যাওয়া গরু-ছাগল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সম্প্রতি অতর্কিত হামলায় ফরিদের দুই সমর্থক আলাপ শেখ ও নুর ইসলাম নিহত হয়। এ ঘটনার পর ওই গ্রাম থেকে বেশ কিছু গরু ছাগল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসনুজ্জামান
(পিপিএম) এর নির্দেশনা মোতাবেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাসারের নেতৃত্বে সদর থানার ওসি মিজানুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) এমদাদুল হক পুলিশি অভিযান চালিয়ে ১২ টি গরু ও ৭টি ছাগল উদ্ধার করে। পরে খোয়া যাওয়া গরু ও ছাগলের মালিকের কাছে তা ফিরিয়ে দেয়। এ সময় তারা খোয়া যাওয়া গরু-ছাগল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায়।
No comments