শৈলকুপায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে গাছ থেকে পড়ে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ওই গ্রামের বজলুল হকের ছেলে।

কচুয়া পুলিশ তদন্ত ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শামসুজ্জোহা জানান, শনিবার দুপুরে মামুন হোসেন প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



No comments

Powered by Blogger.