কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মেয়রকে ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার-

মেয়রের ভাতার টাকা দিয়ে ময়লা ফেলার ভাগাড়ের জমি ক্রয় করায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রোববার সকালে পৌর মেয়রের সভাকক্ষে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষে পৌর কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, পৌরসভার সচিব আব্দুল্লা-আল মাসুম, নির্বাহী প্রকৌশলী আব্দুল ওহাব ও পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আলোমগীর কবির। এসময় পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পৌরসভা প্রতিষ্ঠার ২৯ বছর পর গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর’২০) কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের জমানো ভাতার টাকা দিয়ে ঈশ^রবা গ্রামের আলমগীর হোসেন, তার স্ত্রী পাপিয়া বেগগের নামে থাকা ৫৭ শতক জমি রেজিষ্ট্রি করেছেন। বাকিটুকু দ্রুতই রেজিষ্ট্রি হবে বলে তিনি জানান। 


No comments

Powered by Blogger.