কালীগঞ্জে পুনরায় খুড়ে ফেলা হচ্ছে পিচ উঠে যাওয়া সড়কটি

 স্টাফ  রিপোটার-

নির্মাণের ১০ দিনের মাথায় উঠে গেছে ১৯ কোটি টাকার রাস্তা। ২৩ কিলোমিটার রাস্তার মাত্র তিন  কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে তা উঠে গেছে। এমন খবর চিত্রা নিউজ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর সেই রাস্তাটি পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল সাহাদৎতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সড়কটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এদিকে, বুধবার সকাল থেকে ভেকু মেশিন দিয়ে ফাটল ও উঠে যাওয়া অংশটুকুর পিচের ঢালাই উঠানো হচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে গান্না হয়ে ডাকবাংলা পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তা মজবুতিসহ ওয়ারিং এর কাজ চলছে তিন বছর ধরে। গত কয়েকদিন আগে কালীগঞ্জ নীমতলা বাস স্টান্ড থেকে পাকাকরণের জন্য কার্পেটিং বা বিচিকরণের কাজ শুরু করে। ৪ থেকে ৫ দিনে তিন কিলোমিটর কাজ স¤পন্ন করে। কিন্তু এরই মধ্যে সড়কের শ্রীরামপুর এলাকার প্রায় এক কিলোমিটার অংশে রাস্তার পিচ ঢালাই উঠে গেছে। কোথাও বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

পুনরায় নিম্নমানের কাজ যেন না হয় সেজন্য  সংশ্লিষ্টদের তদারকির ব্যবস্থা করার দাবি জানান স্থানীয়রা।


No comments

Powered by Blogger.