ঝিনাইদহে নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের হাজার তম দিন উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি-

‘দুরে থেকেও কাছে, চলি এক সাথে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে উদ্যোক্তাদের সংগঠন ‘নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন’র হাজার তম দিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে শহরের মনিকুমার রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন জেলা শাখার ডিস্ট্রিক্ট এম্বাসেডর সোহাগ উদ্দিন সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, বিডা ঝিনাইদহ এর প্রশিক্ষণ সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ঝিনাইদহ বিসিক’র উপ ব্যবস্থাপক সেলিনা রহমান। সেখানে প্রদর্শন করা হয় সফল উদ্যোক্তাদের প্রদর্শিত নানা পণ্য। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার শতাধিক উদ্যোক্তা অংশ নেয়।


No comments

Powered by Blogger.