কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড উপ-নির্বাচন সস্পন্ন

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড উপ-নির্বাচন সুষ্ট, সুন্দর ও নিরাপেক্ষ ভাবে সস্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত  বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে ১হাজার ৬শত ৬৭ ভোট পেয়ে মনিরুজ্জামান পানির বোতল মার্কায় জয়লাভ করেন। ১হাজার ২১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ নাছিম উদ্দীন উটপাখি মার্কা । নির্বাচনে কাউন্সিলার পদে ৪ জন প্রতিদ্বন্ধিতা করে। তার মধ্যে আলমগীর হোসেন পাঞ্জাবি মার্কায় পেয়েছেন ৪শত ১৭ ভোট ও সাবেক কাউন্সিলার মিজানুর রহমান ডালিম মার্কায় পেয়েছেন ২০৭ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ৬হাজার ৩শত ৬ ভোট। নির্বাচনে ভোট পুল হয়েছে ৩হাজার ৩শত ৭৩ ভোট।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০১৮ কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পৌর মেয়র পদটি শুন্য হয়। ওই সময়ে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ। তখন থেকে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শুন্য হয়। গত ২৭ শে ফেব্রুয়ারী ২০২০ তারিখে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে তফসিল ঘোষনা করা হয়। এবং ২৯শে মার্চ তারিখে ভোট গ্রহন ধার্য করা হয়্। কিন্তু করোনা মহামারির কারনে তফসিল ঘোষনার কয়েকদিন পর ভোট গ্রহন স্থগিত করা হয়। 


No comments

Powered by Blogger.