কালীগঞ্জে জাতীয় কৃষি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

এম, শাহজাহান আলী সাজু-

জাতীয় কৃষি দিবস-২০২০ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের অফিস ভবনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাজার সড়কে মানববন্ধন মিলিত হয়। মানববন্ধন শেষে স্বাস্থ সচেতনাতা সৃষ্টিতে মাস্ক বিতরন করা হয়।

কৃষক নেতা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলী নোমনী,ঝিনাইদহ মৃত্রিকা ইনিষ্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মুহম্মদ আবু সাহাদত। সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাসের সঞ্চালোনায় সভায় আরো বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা বোরহান উদ্দিন, কৃষক নেতা কমলেশ শর্মা, নূরুল ইসলাম, হেলাল উদ্দিন, আশরাফুজ্জামান, আব্দুল আলিম প্রমূখ।  


জে এফ জি ই এর ফান্ডে শেয়ার দ্য প্লানেট এ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং সোনার বাংলা ফাউনন্ডেশনের বাস্তবায়নাধীন ‘পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের’ আওতায় উপজেলার সুন্দুরপুর-দূর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়ন এলাকার কৃষক-কৃষানীরা কর্মসূচিতে অংশগ্রহন করেন। 




No comments

Powered by Blogger.