ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি-

করোরানার সংক্রমন রোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব না মেনে কেনা-বেচা করার অপরাধে ৩০ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয় এবং তাদের মাস্ক দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক পরিধান না করার কারণে করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সর্ব-সাধারণকে সচেতন করার জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.