ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান

তরিকুল ইসলাম, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০, (সংশোধিত আইন, ২০১০ এর ১১ (ক) (১) ধারা অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান-কে ইসলামী 

বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভাইস চ্যান্সেলর পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে অধ্যাপক মাহবুবুর রহমান তার বর্তমান পদের সম পরিমাণ বেতন ভাতাদিসহ বিধি অনুযায়ী এ পদ সংশি¬ষ্ট অন্যান্য সুবিধা পাবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


No comments

Powered by Blogger.