কালীগঞ্জে কবরস্থানের পাশ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার -

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শিবনগর পশ্চিম পাড়া এলাকার এক কবরস্থানের পাশে একটি মেহগনি বাগান থেকে জীবিত কন্যা নবজাতক উদ্ধার হয়েছে । রোববার দুপুর দেড়টার দিকে  কন্যা নবজাতক কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে রাস্তায়  হেটে শিবনগরন এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার অনিল পালের মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি কন্যা  নবজাতককে পড়ে থাকতে দেখতে পায়। পরে তিনি শিশুটিাক কোলে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় তার দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায়  হাসপাতালে ভর্তি আছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে রাখা হয়েছে। 


No comments

Powered by Blogger.