ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সভাপতি আবুল বাশার জাহাঙ্গীর আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সহ সভাপতি, দৈনিক যুগান্তরের শৈলকুপা প্রতিনিধি,সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের মদনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আবুল বাশার জাহাঙ্গীর আর নেই। করোনা উপসর্গ নিয়ে ৩০ জুন দিবাগত রাত ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আবু বাশার জাহাঙ্গীর শৈলকুপার শিক্ষক পাড়ায় বসবাস করতেন। তিনি সবার প্রিয় হাসিখুশি সংস্কৃতি প্রিয় মানুষ ছিলেন, কবিতা, উপন্যাস ও নাটক রচনা করেছেন, অবসর গ্রহণের পর সাংবাদিকতা পেশায় জড়িত হয়েছিলেন । “নিশিথের নন্দিনী” ও “এক মুঠো রোদ্দুর “নামে তাঁর দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত কয়েকটি নাটক বাংলাদেশ বেতার খুলনা ও রাজশাহী কেন্দ্র থেকে বিগত দিনে প্রচারিত হয়েছে। প্রচারিত নাটকের মধ্যে “আসে যায় দিন”, “মন যখন টানে”,”গুনিন” “নব গঙ্গার মাঝি” উল্লেখ যোগ্য। তিনি দুই কন্যা এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী মনিকা আলম দীর্ঘদিন বাংলাদেশ মানবাধিকার কমিশনের শৈলকুপা উপজেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মনিকা আলম রাজনীতিতে জাতীয় পার্টির নেত্রী হিসাবে সুপরিচিত।
No comments