ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৫ % মহিলা সদস্য অর্ন্তভূক্তি বিষয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় সিন্ধান্ত নেওয়া হয় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৫% মহিলা সদস্য অর্ন্তভূক্তি করা হবে। এ জন্য ৬ উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের সুপারিশকৃত ৮ জন মহিলা সদস্য নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।


No comments

Powered by Blogger.