১২ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে ইবিতে সশরীরে পরিক্ষা

 

বিপ্লব খন্দকার, ইবি:-
সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর যেকোন বিভাগ চাইলেই সশরীরে পরীক্ষা নিতে পারবে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এদিকে শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা গ্রহণের ব্যাপারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের যেসকল বিভাগ প্রস্তুত আছে, তারা আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেবে। বিভাগগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। একদিনে এক বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালীন আবাসিক হলসমূহ সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।

ফি মওকুফের বিষয়ে প্রো-ভিসি জানান, শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এই সময়ের ফি শিক্ষার্থীদের প্রদান করতে হবে না। কোনো শিক্ষার্থী হল ও পরিবহন ফি প্রদান করে থাকলে তা অবশ্যই ফেরত পাবে।

No comments

Powered by Blogger.